Saturday 11 August 2012


 মহুয়ার বনে সঙ্গম
- তাওসীফ হামীম ও শর্মী আমিন


মহুয়া বনে যাবে আমার সাথে?
কেড়ে নেব তোমার নগ্নতা আর লজ্জা
শীৎকারে শীৎকারে,শব্দের প্রতিধ্বনিতে বন উতলা হবে
উতলা হোক দুটি তনু

যদি শীতল চাঁদ নিজেকে লুকোয় মেঘের ঢালে
আলোতে বড্ড নির্লজ্জ লাগে

নির্লজ্জতাকে ঝেড়ে ফেলে ঝাঁপিয়ে পড় সেই আলোতে
কুরে কুরে খাও মেঘ মাখানো চাঁদের আলো
একদম শেষটুকু পর্জন্ত

মহুয়াতে আকন্ঠ নিমজ্জিত হব তবে
বাকিটুকু না হয় তুমি কোরো
ফেনিল জোছনা সূক্ষ্ম মশারি হয়ে আবৃত করবে নগ্ন দেহ

মশারীর সূক্ষ্ম সূক্ষ্ম ফাকা ভেদ করে আমার কামনার জিহ্বা শুষে নেবে তোমার নারী সুলভ গন্ধ
ছড়িয়ে দেবে কামনার আবেশের এনথারক্স
তোমার শরীরের প্রতিটি কোষপ্রাচীর ভেদ করে পৌঁছে যেতে চাই গহীন থেকে গহীনে

উন্মুক্ত করে দিলাম নিজেকে
ব্রীড়ার ভাঁজ খুলে ডেকে নিলাম প্রবল পুরুষকে
মথিত আবেশে শিহরিত শরীর
নিষিদ্ধ প্রেমে উন্মত্ত যুগল

তোমার বুকের ঘামেও মৃগীর গন্ধের ছড়াছড়ি
সরু বাহুতে মরুভুমির মসৃণতা
কটিদেশে তোমার সমুদ্র ঢেউয়ের উদ্দমতা
এক ঝাপে হারিয়ে যেতে চাই

বুকে জমে থাকা ঘাম তুলে নেব শিকারী সাপের ন্যায়
আছড়ে পিছড়ে বেড়াবো তোমার উন্মুক্ত জমিনে
বিদগ্ধ কামনা হয়ে আশ্রয় খুঁজবো শিকারীর মত
দিন আর রাত এক হয়ে যাবে ভালবাসায়

শিশির বিন্দুর মতো ঘাম তোমার নাকের ডগায়
জানান দিচ্ছে রাগমোচনের প্রথম প্রহরের
আমার শরীরে তোমার পায়ের বন্ধন রাসায়নিক বন্ধনের মতো গড়ছে আর ভাঙছে
তীব্র পিস্টন সম হাঁপানির সাথে সাথে তোমার নিঃশ্বাস হয়েছে দ্রুত থেকে দ্রুততর

বুনো পুরুষ আজ ক্লান্ত ভীষণ
নোনা ঘামে চকচকে শরীর যেন বিজয়ীর আস্ফালন
রতিক্লান্ত মুখে সাফল্যের ছায়া
পেঁচিয়ে ধরে প্রকৃতির কটি,মুখ ডুবায় স্ফীত স্তনে

ডাঙায় তোলা মাছের মতো থর থর করে কাঁপা বুক তোমার
একটুকু মাথা রাখতেও ভয় লাগে ভীষণ,যদি আবার কাপন ধরে
যদি আবার প্রেমের নেশায় মত্ত হই যদি আবার তোমাকে ছিন্ন বিছিন্ন করার লোভ জাগে রক্তের কনায় কনায়?
কাঁপছে শরীর,কাঁপছে মন,উন্মত্ত অধরে অধর ডোবানোর আহবান
তীব্র তৃপ্তির বিজয় কেতন উড়িয়ে দুটো তনু এখন শান্ত আর একাকার।

No comments:

Post a Comment